ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় ছেলের হাতে পিতা প্রহৃত

pekua,,ekপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় ছেলের হাতে প্রহৃত হয়েছে পিতা। জায়গার বিরোধের জের ধরে এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজন এতিমও রয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে ১২ফেব্রুয়ারী রবিবার সকাল ৮টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকায়। আহতরা হলেন ওই এলাকার হাজি¦ মুহাম্মদ হোছাইনের ছেলে আবু ছিদ্দিক (৪০), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৭) ও ভাইপুত্র এতিম এনামুল হক (১৩)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় পৈত্রিকসুত্রে প্রাপ্ত দু’শতকেরও বেশি জায়গা নিয়ে আবু ছিদ্দিকের সাথে তার ভাই আবু তাহেরের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে ঘটনার দিন আবু তাহের, নেজাম উদ্দিন, আবু তালেব, মাহমুদুল করিম, শাহাবুল করিম, আব্দুল হাকিম, রওশান আলীসহ ৭/৮জন লোক আবু ছিদ্দিককে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার স্ত্রী হুমায়রা ও ভাইয়ের ছেলে এনামুল হক উদ্ধার করতে যায়। এ সময় তারা দু’জনকেও নির্দয় পিঠিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। এমনকি আবু ছিদ্দিকের পিতা হাজি¦ মুহাম্মদ হোছাইনকে অবাধ্য ছেলে ও পুত্রবধুরা পিটিয়ে আহত করে। স্থানীয়রা জানায় ঘটনার একদিন আগেও (রবিবার)সকালে তারা আবু ছিদ্দিকের স্ত্রী হুমায়রা বেগমকে বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করে। এদিন দ্বিতীয় দফা হামলা। এ ব্যাপারে হাজি¦ মুহাম্মদ হোছাইন জানায় আমি তিনমাস আগে হজ¦ করে এসেছি। আমার ছেলে আবু ছিদ্দিক ও তার স্ত্রীকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করেছেন। আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে তারা।

পাঠকের মতামত: