ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার :
পেকুয়ায় চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর চারটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজার স্লুইচ গেট এলাকা থেকে গরুসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার মুন্সীর ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬) ও বজল আহমদের ছেলে মো. জুবাইর (২৪)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, রবিবার সন্ধ্যায় বারবাকিয়ার সবজীবন পাড়ার মোজাহের আহমদের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। ওই দিন রাতেই মোজাহেরের স্ত্রী রুবি আকতার বাদি হয়ে গরু চুরির অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ চুরি হওয়া গুরু উদ্ধারে বিভিন্ন সড়কে পাহারা বসায়।  এসময় চোরের দল গরু নিয়ে পাশর্^বর্তী বাঁশখালী উপজেলার দিকে পালানোর চেষ্টা করে। ভোররাত
চারদিকে মৌলভী বাজার স্লুইচ গেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ হেলাল ও জুবাইরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গতকাল সোমবার তাঁদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পাঠকের মতামত: