কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি পোনাসহ গাড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল ২০ আগষ্ট শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়াবাজার থেকে গাড়ি ভর্তি চিংড়ি পোনা জব্দ করে। অবৈধ বাগদা ও গলদা চিংড়ি পোনা পরিবহন ও বাজারজাত করার দায়ে জড়িতদের বিরুদ্ধে পেকুয়ায় ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় জব্দকৃত চিংড়িপোনা রাত সাড়ে ৭টার দিকে মাতামুহুরী নদীতে অবমুক্ত করেন পেকুয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মারুফুর রশিদ খান। জানা গেছে, ওইদিন বিকেলে উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া জেটিঘাট ও মগনামা জেটি ঘাট থেকে বিপুল পরিমান বাগদা ও গলদা চিংড়ি পোনা ভর্তি করে একটি পিকআপ মোকামে বিক্রির জন্য মগনামা-বরইতলী সড়ক হয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পোনা ভর্তি ওই পিকআপ গাড়িটি জব্দ করে মৎস্য অফিস। উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা জিয়া উদ্দিন জানায়, প্রায় ২ লক্ষাধিক টাকার মূল্যোর পোনাসহ গাড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফুর রশিদ খান জানান, মৎস্য আইনে পোনা ধরা ও বাজারজাত করা বেআইনি। তাই এদেরকে করা হয়েছে জরিমানা ও পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।
পাঠকের মতামত: