ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চার জুয়াড়িকে পুলিশে দিলেন চেয়ারম্যান

atokপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় চার জুয়াড়িকে পুলিশে দিলেন চেয়ারম্যান। সোমবার বিকেল সাড়ে টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা-আব্দুল্লাহ পাড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার খামারবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে আটক করে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। এ সময় জুয়ার আসার পন্ড ও নগদ টাকা, জুয়া খেলার কিছু দ্রবাদিও জব্দ করেন। পরে তাদেরকে পেকুয়া থানা পুলিশকে সোপর্দ করে। আটককৃতরা হলেন ওই ইউনিয়নের ভেলুয়ারপাড়ার কামাল হোসেনের ছেলে পারভেজ, জানালীমুড়া এলাকার জাফর আলমের ছেলে ইসমাইল, নাপিতখালী পেন্ডার পাড়া এলাকার আবুল বশরের ছেলে আব্দু জাব্বার ও হাজি¦ বাজার এলাকার হেলাল উদ্দিন। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী এর সত্যতা স্বীকার করে জানায় তাদেরকে গিয়াস উদ্দিন মিয়ার খামারবাড়ি থেকে আটক করেছি। জুয়া খেলার টাকাও পাওয়া গেছে। পরে পুলিশে সোর্পদ করেছি। টইটংয়ের কোন জায়গায় জুয়া ও মদের আসর বসতে দেয়া হবেনা।

পাঠকের মতামত: