ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::  পেকুয়ায় জিয়াসমিন আক্তার (২০) নামক এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে ওই নারী মৃত্যুর কুলে ঢলে পড়ে। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার মেহেদী হাসানের স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সুত্র জানায়, ১ বছর আগে জিয়াসমিন আক্তার ও মেহেদী হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেহেদী হাসানের বাড়ি টইটংয়ের ধনিয়াকাটা গ্রামে। রাজাখালীতে মেহেদী হাসান শাশুড় বাড়িতে ঘরজামাইয়ে থাকেন।

সম্প্রতি স্বামী স্ত্রী দম্পতির মধ্যে সংসারে কলহ ও বনিবনা দেখা দেয়। স্ত্রী ও স্বামী ২/৩ দিন ধরে বনিবনা তীব্রতর হয়। স্থানীয়রা জানান, স্বামীর সাথে অভিমান করে জিয়াসমিন আক্তার ওই দিন পিতার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লাশটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

 

পাঠকের মতামত: