ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাজিম উদ্দিন, পেকুয়া ::
পেকুয়ায় গর্তে পড়ে তের মাস বয়সের কাইরিয়ান নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাইরিয়ান উপজেলার সদর ইউনিয়নের মিঠাবেপারী পাড়া গ্রামের মোঃ বাদশাহর মেয়ে। আজ ৭ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

কাইরিয়ানের চাচা হারুনুর রশিদ জানান এদিন সকালে বাড়ির উঠানে কাইরিয়ান খেলছিল। সবার অগোচরে উঠানের গর্তে পড়ে যায়। এ সময় তার মর্মান্তিক মৃত্যু হয়। কাইরিয়ানের মা শারমিন জানায় উঠানে কাইরিয়ান খেলছিল। কোন এক ফাঁকে সে উঠানের একপাশে একটি গর্তে পড়ে যায়। অনেক খোঁজা খুজির পরে মিনি পুকুরে (গর্ত) তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাই।

কাইরিয়ানের পিতা বাদশাহ জানায় গত কয়েক মাস আগে গোয়াল ঘর ভরাট করতে উঠানের এক পাশে মাটি কাটানো হয়। বর্ষায় বৃষ্টির পান জমে ওই গর্তে। কাইরিয়ান খেলার ফাঁকে গর্তে পড়ে যায়। এ সময় তার করুন মৃত্যু হয়। এদিকে কাইরিয়ানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। জানা গেছে কাইরিয়ান পেকুয়া উপজেলা সিএনজি, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর সাবেক সেক্রেটারী হারুন অর রশিদের ভাতিজি।

পাঠকের মতামত: