নাজিম উদ্দিন,পেকুয়া :::
পেকুয়ায় কিশোর মো.রাসেল বাঁচতে চায়। ছেলেটি প্রাণোচ্ছল। গত প্রায় পাঁচ মাস ধরে মৃত্যু যন্ত্রনা নিয়ে হাসপাতালে ছটফট করছে ছেলেটি। ষোল বছরের এ ছেলেটি প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর। মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। তার জীবন প্রদীপ প্রায় নিভু নিভু। কিন্তু ছেলেটি বাঁচতে চাই। স্বপ্ন দেখছে বাঁচার। বর্তমানে তার শারীরিক অবস্থা অবনতির দিকে। গত পাঁচ মাস আগে মো.রাসেল মা-বাবার সংসারে স্বচ্ছলতা যোগাতে গভীর নলকুপ (টিউবওয়েল) স্থাপন কাজে যোগ দিতে শ্রমিক হিসেবে কুতুবদিয়ায় যান। আলী আকবর ডেইল এলাকায় কাজ চলমান সময় প্রায় একশ ফুট উপর থেকে মাটিতে পড়ে যায়। এ সময় রাসেল মারাত্বক আহত হয়। ওই দুর্ঘটনায় তার দু’পা, মেরুদন্ড ও সমস্ত শরীরের সক্রিয়তা নিস্তেজ হয়ে যায়। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তাকে শরীরের বিভিন্ন অংশে একাধিক সার্জরী দেয়া হয়। বর্তমানেও রাসেল চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন আছে। মো. রাসেল পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ঘাটমাঝির পাড়া এলাকার মো.আক্কাসের ছেলে। তার পরিবার অত্যন্ত দরিদ্র। পাঁচ ভাই-বোনের মধ্যে রাসেল তৃতীয়। বড় হচ্ছে দু’বোন। ছেলেদের মধ্যে রাসেল বড়। দরিদ্র এ পরিবারের ভরন পোষনের প্রধান নির্ভরতা ছিল তার উপর। তার বাবা দিনমজুর। শারীরিক অক্ষমের মধ্যেও মাঝে মধ্যে কাজ করতেন। তবে সব ছিল রাসেলের উপর। এদিকে রাসেলের এ পরিনতিতে সংসারে চরম অনিশ্চিয়তা ও অর্থ সংকট বিরাজ করছে। তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সংসারে যা ছিল তা ছেলের চিকিৎসার জন্য ব্যয় করেছেন। এরপর ছেলেকে প্রানে বাঁচানোর জন্য মানুষদের কাছ থেকে ধার নিয়েছে অতিরিক্ত তিন লাখ টাকা। নিজেদের জমি জমা নেই। এর পরেও আকাশি বন্ধক দিয়েছে ভিটা বাড়ি। এসব ছেলের প্রান বাচানোর জন্য করা হয়েছে। বর্তমানে রাসেলের অবস্থা আরো অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কিশোর রাসেলকে বাচানো যাবে। তবে তার উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। তার আরো দু’টি অপারেশন প্রয়োজন। এগুলো ব্যয় বহুল। তার পিতা আক্কাস জানায় আমার ছেলে বাচতে চায়। উপযুক্ত চিকিৎসা পেলে সে ইনশেআল্লাহ বাঁচবে। আমার যা সম্পদ ছিল তা শেষ করেছি। এরপর ধার কর্জ নিয়েছি। এখন আর দেবার মত কিছুই নেই। ছেলের এ অবস্থায় আমরাও কঠিন অবস্থায় পড়ে গেছি। ছেলের মা পাঁচ মাস ধরে তাকে নিয়ে হাসপাতালে আছে। সেও অসুস্থ হয়ে গেছে। মা রাশেদা বেগম জানায় আপনারা আমার আদরের ছেলেকে বাঁচান। আমি গরীব। সমাজ ও বিবেক তার পাশে এসে দাঁড়ালে এ পৃথিবীতে একটি প্রান আবারো সঞ্চারিত হবে। আমার গর্বের ধন রাসেল না বাঁচলে আমি বাঁচবোনা। এ ব্যাপারে স্থানীয়রা জানায় সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি জীবন বাঁচানো যাবে। এ ছেলেটি কঠিন অবস্থায় পড়েছে। চিকিৎসা ও অর্থের কারনে একটি জীবন নিভে যাবে তা কি করে হয়। আমরা এ দরিদ্র পরিবারের অসহায় ছেলেটিকে বাঁচাতে সর্বস্থরের মানুষের আর্থিক সহায়তা কামনা করছি। পাশা পাশি তার জন্য দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। কিশোর রাসেল বাচতে চায়। আবারো ফিরে আসতে চায় স্বাভাবিক জীবনে। কঠিন হয়েছে অর্থ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা। তবে চিকিৎসা ও বেঁেচ থাকা তার মৌলিক অধিকার। কোন বিবেক ও মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ তার চিকিৎসার জন্য এগিয়ে আসতে পারেন। এমনকি ০১৮৩৭-৮৩১০৫২ নাম্বারে যোগাযোগ করে বাড়াতে পারেন সহযোগিতার হাত।
প্রকাশ:
২০১৭-০২-০৫ ১৪:০৮:২২
আপডেট:২০১৭-০২-০৫ ১৪:০৮:২২
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
পাঠকের মতামত: