ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইয়াবা সম্রাট “নুরুল আলম “ফের গ্রেফতার

নাজিম উদ্দিন, পেকুয়া ::

পেকুয়ায় ১২০ পিচ ইয়াবাসহ দু’ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পেকুয়া থানার এসআই আশিক (২১ মে) সোমবার বিকেলে মগনামা লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 আটককৃতরা হলেন মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার উকিল আহমদের ছেলে নুরুল আলম  (৩৭) ও নাপিত পাড়া এলাকার বিমল (৪৩)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায় নুরুল আলম একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সে জেল খেটেছেন বহুবার। আইনের ফাঁক ফুঁকে বারবার পার পেয়ে যান। জেল থেকে এসে পুনরায় ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।

প্রশাসনকে ম্যানেজ করে দিব্যি এ ব্যবসা  চালিয়ে যান বলে এলাকাবাসিরা ক্ষোভ করে জানিয়েছেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান জানায় নুরুল আলম বড় মাপের একজন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনসহ অন্তত ৫টি মামলা রয়েছে। এ বিষয়ে সংশ্লীষ্ট আইনে মামলা রুজু করা হবে। পেকুয়ায় মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষনা করা হবে।

পাঠকের মতামত: