পেকুয়ায় অপহৃত বৃদ্ধ মমতাজ উদ্দিন (৭৫) কে জেলার টেকনাফ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। ২২দিন নিখোঁজ থাকার পর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমুনখালী দিদার মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে বৃদ্ধ মমতাজ উদ্দিনকে পেকুয়া থানায় নিয়ে আসা হয়। এ সময় অপহরনের হৃদয় বিদারক দৃশ্য বর্ননা করেন আইন প্রয়োগকারী সংস্থা পুলিশকে। জানা গেছে গত ২১এপ্রিল নিখোঁজ হন মমতাজ উদ্দিন। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার মৃত.আব্দুল হাকিমের ছেলে। তাকে খোঁজাখুঁজির পর সন্ধ্যান না পাওয়ায় গত দু’দিন আগে পেকুয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পেকুয়া থানা পুলিশ রাজাখালী পরিদর্শন করেছেন। অভিযোগের দু’দিন পর আকস্মিক তার সন্ধ্যান মিলে টেকনাফে। মমতাজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন জানান চলাচল পথ নিয়ে তাদের সাথে প্রতিবেশি ছলিম উল্লাহ গংদের বিরোধ চলছিল। ২০এপ্রিল দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এর পর থেকে মমতাজ উদ্দিন নিখোঁজ হন। তাকে অপহরন করা হয়েছে। মমতাজ উদ্দিন জানান বকশিয়াঘোনা এলাকা থেকে তাকে নৌকা যোগে প্রতিবেশি ডা.আব্দুল মজিদ সাগর পথে টেকনাফ নিয়ে যান। এরপর থেকে তিনি অজ্ঞান ছিলেন। গতকাল তাকে অজ্ঞাত স্থান থেকে টেকনাফের ঝিমুনখালীতে তারা রেখে যান। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মনজুর কাদের মজুমদার জানায় বৃদ্ধকে টেকনাফে পাওয়া গেছে। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এর আসল রহস্য কি।
##############
পেকুয়ায় যাত্রা শুরু করল জেলারেল হাসপাতাল
পেকুয়া প্রতিনিধি :::
পেকুয়ায় আতœপ্রকাশ হয়েছে জেনারেল হাসপাতাল। একটি আধুনিক চিকিৎসালয় অগ্রযাত্রা সুচনা করেছে জেনারেল হাসপাতাল। পেকুয়ার ব্যবসায়ীক প্রান কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে এ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন হয়েছে। আনুষ্টানিকতা ও অনাঢম্বর অনুষ্টানের মাধ্যমে এ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ সময় ফিতা কেটে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ডা.এম.আর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, ডা.আব্দু রাজ্জাক ও ডা.বেলাল উদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মুজিবুল হক চৌধুরী, সাবিনা ইয়াসমিন ঝিনু। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরান জাদিদ মুকুট। ব্যবস্থাপনা পরিচালক রহিম উল্লাহ, জিয়া উদ্দিন প্রমুখ। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল শুক্রবার রোগিদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
পাঠকের মতামত: