ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার , অপহরণকারী গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় উম্মে হাবিবা নিশাত নামের অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উম্মে হাবিবা নিশাত পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার আব্দুল হাকিমের মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৩আগস্ট) দুপুরে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে পেকুয়া থানার একদল পুলিশ তাকে উদ্ধার করে। এসময় অপহরণে মূল অভিযুক্ত মিনহাজ উদ্দিনকেও আটক করে পুলিশ।

আটক মিনহাজ পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

অপহৃতের পিতা আব্দুল হাকিম বলেন, গত শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ী পথে সময় আমার মেয়ে উম্মে হাবিবা নিশাতকে অপহরণ করা হয়। ওইদিন সম্ভাব্য স্থানে তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় আমরা থানা পুলিশের দারস্থ হই। পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে আমার মেয়েকে উদ্ধার এবং এক অপহরণকারীকে আটকে সক্ষম হয়।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছেন। আটক অভিযুক্ত সহ অপর অপহরণকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: