ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় অগ্নিকান্ডে আরবশাহ বাজারে ৬ টি দোকান ভস্মীভূত

নাজিম উদ্দিন, পেকুয়া :

পেকুয়ায় অগ্নিকান্ডে উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্টান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনের সুত্রপাত ঘটানোর পর পর ব্যবসায়ী ও স্থানীয়রা পেকুয়া ফায়ার সার্ভিস কতৃপক্ষকে খবর দেয়। এ সময় তাদের উপস্থিতি ও কর্তব্য পালনে দায়বদ্ধতা নিয়ে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন দেখা দেয়। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় স্থানীয়রা। তবে আগুনের প্রচন্ড লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত সময়ে এ সব ব্যবসা প্রতিষ্টান আগুনে পুঁড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে আরবশাহ বাজারে আগুন দেখতে পায়। স্থানীয়রা জানায়, আরবশাহ বাজারের দিদারের মালিকানাধীন মুঠোফোন সার্ভিস দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সার্কিট শর্ট থেকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এ সময় জাহাঙ্গীর আলমের চায়ের দোকান, ছরওয়ার আলমের কম্বলের দোকান, দিদারের মোবাইলের দোকান, রেজাউল আজিজের কসমেটিক্সের দোকান, ওয়াসিমের সেলুন, এনামুল হকের পানের দোকানসহ ৬ টি দোকান ও ব্যবসা প্রতিষ্টান পুঁড়ে যায়। এতে প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন, বাজার কমিটির সভাপতি মাওলানা আবদুল করিম জানায়, রাত সাড়ে ১১ টার দিকে আগুন ধরে যায়। আমরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন এর চেষ্টা চালায়। রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: