ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ার সাংবাদিক গিয়াসকে হত্যার হুমকি

পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
দৈনিক মানবজমিন পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক ইনানীর পেকুয়া প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিনকে সংবাদ প্রকাশের জের ধরে অস্ত্রধারী এক যুবক হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৯শে ফেব্রুয়ারি জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় ‘পেকুয়ায় অস্ত্রধারী যুবককে নিয়ে তোলপাড়’ শীর্ষক একটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশিত হলে সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়। সংবাদটি প্রকাশের জের ধরে অভিযুক্ত অস্ত্রধারী যুবক পেকুয়া ডিসি রোড়স্থ চাইল্ড কেয়ার কলেজিয়েট স্কুলের কথিত অধ্যক্ষ পরিচয়ধারী ইউনুচ আলম সাংবাদিক গিয়াস উদ্দিনকে লাগামহীনভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং সাংবাদিক গিয়াসের কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে অস্ত্রধারী ইউনুচ আলম। এরপর সাংবাদিক গিয়াস উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে অস্ত্রধারী যুবক ইউনুচ আলমের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৬ই মার্চ একটি সাধারণ ডায়েরি রুজু করেন। এছাড়াও সাংবাদিক গিয়াস উদ্দিনের পেকুয়া চৌমুহুনীস্থ কার্যালয়ে ৬ই মার্চ সকালে অস্ত্রধারী ইউনুচ আলম দলবল নিয়ে এসে হামলার চেষ্টা চালায়। এনিয়েও সাংবাদিক গিয়াস উদ্দিন ৬ই মার্চ বিকালে পেকুয়া থানায় আরো একটি সাধারণ ডায়েরি রুজু করেন।

পাঠকের মতামত: