ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার বোরকা বাহিনী প্রধান গিয়াস চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রকিবেদক, চকরিয়া :: পেকুয়ার টৈটং ইউনিয়নের আলোচিত বোরকা বাহিনী প্রধান গিয়াস উদ্দিন ওরফে খোকন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার বাইন্যা বাজারস্থ বাইন্যাপাড়ার মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রামের আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।

পেকুয়া থানার পুলিশ জানায়– গিয়াস উদ্দিন ওরফে খোকন পেকুয়া থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে পেকুয়ার টৈটং ইউনিয়নের পাহাড়ি এলাকায় বোরকা বাহিনী গড়ে তুলে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করেছে দীর্ঘসময়। সে নিজেই ওই বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬টি মামলার তথ্য সংরক্ষিত রয়েছে থানায়। খোকনের বাড়ি টৈটং ইউনিয়নের খুইন্যাভিটায়। সে ওই এলাকার ফরিদুল আলম প্রকাশ বাদশার ছেলে।

পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার গতরাতে জানান, গিয়াস উদ্দিন ওরফে খোকন একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে চট্টগ্রাম মহানগরীতে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে সে নগরীর পাহাড়তলী থানা পুলিশের হাতে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে পাহাড়তলী থানা তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করেন। একইসাথে পেকুয়া থানার মামলায় শ্যোন এরেস্ট দেখানোর জন্য চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করা হবে বুধবার (আজ)। যাতে সে জামিনে বের হতে না পারে।

 

পাঠকের মতামত: