ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

“পলিটিক্স” মো: শাহাব উদ্দিন’র কবিতা

“পলিটিক্স”

কথা : মো: শাহাব উদ্দিন

সত্য কথা বললে,

হয়ে যাই টার্গেট।

কখন যে সিনায় ,

মারবে আমায় বুলেট।

এভাবে আর কত,

থাকব আমরা নিশ্চুপ।

নীতি হয়েছে নোংরা,

দেখিনা তাই অপরুপ।

প্রশ্ন জাগে মনে,

খুঁজে পাইনা উত্তর ।

তবু ও মনে পড়ে,

বায়ান্ন আর ঊনসত্তর ।

সরকার কে ভাঙ্গার জন্য,

চলছে কত চক্রান্ত ।

আসলে কি সফল হবেন?

নাকি হবেন ক্লান্ত।

ক্ষমতাকে ছাড়ে না কেউ,

ব্যাঙকে ছাড়ে না সাপ।

তবে যায় দিন ভাল ,

আসে দিন খারাপ।

মুখে রয়েছে মধু,

অন্তরে আছে বিষ ।

সবাই বলে তাই,

এটাই নাকি পলিটিক্স।

পাঠকের মতামত: