ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে টেলিভিশন গণমাধ্যম -কক্সবাজারে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এলজিআরডি প্রতিমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি ::

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, কক্সবাজারের নান্দনিক সৌন্দর্য্যসহ পর্যটন শিল্পকে বিশে^র কাছে তুলে ধরতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে টেলিভিশন গণমাধ্যম। কারন প্রিন্ট বা অনলাইন মিডিয়ায় কয়েকটি ছবি সম্বলিত খবর পড়া গেলেও টিভিতে শব্দের কথামালার সাথে দেখা যায় বাস্তবতার চলমান ভিডিও চিত্র। ফলে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেক টিভি সাংবাদিকের দেশ ও জনগনের কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তিনি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাই-ডেফিনেশন চ্যানেল এসএ টিভি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও এসএ টিভি’র রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, আওয়ামীলীগ নেতা এডভোকেট তাপস রক্ষিত, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ছালামত উল্লাহ বাবুল, সিনিয়র সাংবাদিক আমিনুল হক চৌধুরী, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু, ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি’র জেলা সভাপতি এম.আর মাহবুব, কক্সবাজার পৌর আওয়ামীলীগ নেত্রী শাহেনা আকতার পাখি, টুয়াকের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কিবরিয়া, আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, মোহনা টিভি প্রতিনিধি আমানুল হক বাবুল, এটিএন বাংলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিল, একুশে টিভি প্রতিনিধি আবদুল আজিজ, সুজনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, একাত্তর টিভি’র প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, কক্স বাংলা’র সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, ক্রীড়ালোক এর প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, রিপোটার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ.এম নজরুল, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আরফাতুল মজিদ, দৈনিক হিমছড়ির সিনিয়র রিপোর্টার ছৈয়দ আলম, আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, শফিউল আলম শাহীন, দৈনিক কক্সবাজারের আজিম নিহাদ, মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার ভিশনের প্রধান প্রতিবেদক মহিউদ্দিন মাহী, সংবাদকর্মী এমডি ফরিদ, কক্সবাজার ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি রোতাব চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর খান, এসএ টিভি’র ক্যামেরাপার্সন নাজিম উদ্দিন, কক্স-মিডিয়া অপারেটর এসোসিয়েশনের সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক লোকমান হাকিম, ছাত্রদল নেতা আরিফ প্রমুখ।

এর আগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে কেক কেটে এসএ টিভি পরিবারের পক্ষে কক্সবাজারস্থ রিপোর্টার আহসান সুমনকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

পাঠকের মতামত: