ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নৌকা পেতে ঈদগাঁও’র সব প্রার্থী এখন ঢাকায়!

nowkaসেলিম উদ্দিন, ঈদগাঁও ::

দেশব্যাপী চলমান ইউপি নির্বাচনের ৬ষ্ঠ ধাপের নির্বাচনে দলীয় টিকেট পেতে কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও’র ৬ ইউনিয়নের সব প্রার্থী এখন ঢাকায় অবস্থান করছে বলে জানা গেছে। একমাত্র ইসলামপুর ছাড়া অন্য ৫টি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় নৌকা প্রত্যাশীরা মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে গিয়ে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়।

ঢাকা থেকে আরেকটি সূত্র জানায়, ধান্ধাবাজ ও সুবিধাভোগী একটি চক্র কালো টাকার বিনিময়ে মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে। যেকারণে মাঠে জনপ্রিয়তা থাকা সত্বেও কালো টাকার কাছে হেরে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন দলের কোন কোন ত্যাগী, সৎ ও যোগ্য প্রার্থী। বিষয়টি নিয়ে বৃহত্তর ঈদগাঁও’র ৬টি ইউনিয়নের আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন। ঢাকায় অবস্থানরত একাধিক সূত্র জানিয়েছে, আগামী মাসের ২ তারিখ মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠানের কথা রয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ডের প্রতি নাম প্রকাশ না করার শর্তে দলের প্রতিজন ত্যাগী নেতাকর্মীর এখন একটাই দাবী কোন কারণে যাতে হাইব্রীডরা মনোনয়ন লাভে সমর্থ না হন। আর এ ধরনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া হলে মনোনীত প্রার্থী নিশ্চিতভাবে পরাজিত হবে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ। সিনিয়র নেতৃবৃন্দের ভয়ে মুখ খুলতে না পারা ও প্রকৃত আ’লীগে বিশ্বাসী নেতাকর্মীদের সাথে আলাপচারিতায় এমন মনোভাবই লক্ষ্য করা গেছে। অন্যদিকে নিজের পছন্দের প্রার্থী মনোনয়ন নিয়ে এলাকায় কখন আসছেন সেদিকে মুখিয়ে আছেন স্ব-স্ব কর্মী সমর্থকেরা।

পাঠকের মতামত: