ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দেশে একদিনে শনাক্ত ২৪০৯, মৃত্যু ৩৯

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪০৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পাঠকের মতামত: