ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দুই শিবির নেতাকে হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ

কক্সবাজার সংবাদদাতা ::
ডিবি পরিচয়ে তুলে নিয়ে ঝিনাইদহে দুই শিবির নেতাকে হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে শিবির।
১৩ এপ্রিল দুপুরে শহরের বাজারঘাটা এলাকা থেকে মিছিল বের করে শিবির।
মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শহর শিবির জাহাঙ্গীর আলম সভাপতি বলেন, সরকার সারাদেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনকে লেলিয়ে দিয়ে শিবির নেতাদের গুম করাচ্ছে। আর প্রশাসনও সরকারের দালালি করছে।
এ সময় তিনি সঠিক সময়ে সরকারের এমন আচরণের জবাব দিতে হবে জানান।
এতে বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি আজিজুর রহমান, শহর সেক্রেটারী আকতার হোসাইন, শিবির নেতা মোস্তাক আহমদ খন্দকার, বশির মাহমুদ প্রমুখ।
বুধবার (১৩ এপ্রিল) সকালে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের বহরামপুর সার্বজনীন শ্মশানঘাট থেকে শিবির নেতা আবু জার গিফারী ও শামীম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
আবুজার গিফারী যশোর সরকারি এমএম কলেজের বাংলায় অনার্স ৩য় বর্ষের ছাত্র এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের নুর ইসলামের ছেলে।
তিনি ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ পৌর শাখার সভাপতি। শামীম হোসেন একই উপজেলার বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শামীমও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি করতেন।
২৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে ডিবি পুলিশ পরিচয়ে মুখোশধারী সাদা পোশাকের লোক শামীম হোসেনকে তুলে নিয়ে যায়।
১৮ মার্চ ডিবি পুলিশ পরিচয়ে আবু জার গিফারীকে তুলে নিয়ে যাওয়া হয়।
এর আগে নিখোঁজ ছেলের খোঁজে উভয় পরিবারের সদস্যরা থানায় জিডি ও সংবাদ সম্মেলন করে। সিবিএন

পাঠকের মতামত: