ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ডিএফএ’র নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ

IFচকরিয়া নিউজ ক্রীড়া ডেস্ক ::
কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর নব-নির্বাচিত কমিটির শপথানুষ্ঠান ২৫ মার্চ বিকেলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক ও প্রধান নির্বাচন কমিশনার প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার হাবিব উল্লাহ চৌধুরী।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল। এ সময় বক্তাগণ বলেন ক্রীড়া মানেই ফুটবল।

কক্সবাজারের বিকাশমান জনপ্রিয় ফুটবলকে এগিয়ে নিতে ডিএসএ এবং ডিএফএ সম্মিলিতভাবে কাজ করবে। পরে নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন কবির ডিএফএ’র নব-নির্বাচিত সভাপতি ফজলুল করিম সাঈদী, সিনিয়র সহ সভাপতি শাহ জাহান আনসারী, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন শাহীন, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান, সদস্য ওমর ফারুক, খালেদা জেসমিন, সুবীর বড়–য়া ভুলু, ছিদ্দিক আহমেদ, এ.এম.এম শাহজাহান, নাছির উদ্দিন, শফিউল আলম, এ এমএম আলমগীর হোসাইন, নুরুল আবছারকে শপথ নামা পাঠ করান। এরপর তিন কমিশনার ও অতিথিবৃন্দ নবনির্বাচিত ডিএফএ কর্মকর্তাদের হাতে ফুলের স্তবক তুলে দেন।

উপস্থিত ছিলেন ডিএসএ সদস্যবৃন্দ যথাক্রমে রতন দাশ, রাশেদ হোসাইন নান্নু, শাহীনুল হক, জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজারের সভাপতি এম.আর মাহবুব, সাধারণ সম্পাদক আহসান সুমন, কৃতি ফুটবলার জ্যোতিস্ময় বড়–য়া মঙ্গল, মাসুদ আলম, মোহাম্মদ হানিফ প্রমুখ।

পাঠকের মতামত: