বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা হাতে সামনে কিশোর-কিশোরী, পিছনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতেও এক একটি বাংলাদেশ, আবার কারো হাতে দুর্নীতি থামান লেখা প্লাকার্ড, এ যেন একখন্ড বাংলাদেশ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং টিআইবি’র ২০বছর পুর্তি উপলক্ষে কক্সবাজার শহরে মঙ্গলবার ব্যতিক্রমধর্মী এক র্যালীর আয়োজন করে দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত নাগরিক কমিটি (সনাক)-চকরিয়ার সহযোগিতায় ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ফ্রেন্ডস গ্রুপ কক্সবাজার শাখা। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবীতে বিশাল মানববন্ধন রচনা করে উপ¯ি’ত জনতা। ২৭ ডিসেম্বর বেলা এগারটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালী ও মানববন্ধন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
ইয়েস ফ্রেন্ডস দলনেতা সুমন চন্দ্র দে এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালীতে বিশেষ অথিতি হিসেবে উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম এবং সনাক চকরিয়ার সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন সনাক সদস্য রুনেন্দু বিকাশ দে, জিয়াউদ্দিন জিয়া, মোহাব্বত চৌধুরী, ইয়েস দলনেতা নুর মোহাম্মদ, উপ-দলনেতা শ্যামলী জন্নাত ডলি, ইয়েস ফ্রেন্ডস উপ-দলনেতা মোহাম্মদ আদিল এবং সোহেলী আক্তার মনি। রঙ্গিন ব্যানার ফেস্টুন সজ্জিত বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে হলিডে মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণকারিগণ দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। র্যালী ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ সর্বস্তরের লোক অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে তাদের অব¯’ান তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, দুর্নীতি এদেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়, দুর্নীতির বিরুদ্ধে সকলে যার যার অব¯’ান থেকে সচেতন হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। তিনি আরো বলেন, কোন সরকারি কর্মকর্তা যদি অনিয়ম করে তাহলে আমাদের জানালে আমরা ব্যব¯’া নিবো। উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর হলেও ঐ দিন শুক্রবার হওয়ার কারণে এবছর কক্সবাজারে কিছুদিন পরে এ দিবস উদ্যাপন করা হয়। এছাড়ও এ বছর টিআইবি দেশব্যাপি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার বিশ বছর পূর্তি উদযাপন করছে। ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগান নিয়ে ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উদযাপনের মূল উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি সকলের দায়িত্বশীল ভূমিকা পালন সম্পর্কে অংশীজনকে সচেতন ও উৎসাহিত করা।
পাঠকের মতামত: