ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

জেলার ৭ উপজেলায় আ’লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার জেলার ৭ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া এ ৭ উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড গতকাল চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্য থেকে ৭ জনকে চূড়ান্তভাবে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার সদর উপজেলায় মনোনয়ন পেয়েছেন প্রয়াত জেলা আওয়ামীলীগের সভাপতি একে এম মোজাম্মেল হকের কনিষ্টপুত্র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, রামু উপজেলায় মনোনয়ন পেয়েছেন রামু উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম,  টেকনাফ উপজেলায় মনোনয়ন পেয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলায় মনোনয়ন পেয়েছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সাংসদ শাহীন আকতার চৌধুরীর চাচা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মহেশখালী উপজেলায় মনোনয়ন পেয়েছেন প্রবীন আওয়ামীলীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হোছাইন মোহাম্মদ ইব্রাহিম, কুতুবদিয়া উপজেলায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও পেকুয়া উপজেলায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। উল্লেখ্য ইতিপূর্বে জেলার অপর উপজেলা চকরিয়ায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়।

পাঠকের মতামত: