ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

জামিন পেলেন কক্সবাজারের ৪ ছাত্রলীগ নেতা

13007230_1769902969962785_3139842625473725111_n_1কক্সবাজার প্রতিনিধি :::

অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন কক্সবাজারের ৪ ছাত্রলীগ নেতা। আজ ১২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদের বেঞ্চে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতাদের পক্ষে আইনজীবি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ও এডভোকেট নাসিমা সিদ্দিকা লিনা । সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমদ জয় ।

উল্লেখ্য গত ২৭ মার্চ টেকনাফের হ্নীলা ও হোয়াইকং ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে বিজিবির হাতে আটক হয় েকক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ ৪জন।

পাঠকের মতামত: