ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জলদস্যু সম্রাট ছবুরের আস্তানা থেকে বন্দুক ও গুলি উদ্ধার

আবদুর রাজ্জাক, কক্সবাজার :
মহেশখালী থানা পুলিশ বুধবার (২৫ এপ্রিল) গভীর রাত্রে গ্রেফতারকৃত জেলার মানব পাচারকারী চক্রের শীর্ষ গড়ফাদার, জলদস্যু সম্রাট বহু অপকর্মের হোতা ও  একাধিক মানবপাচার মামলার পলাতক আসামী আবদুর ছবুরের দেয়া তথ্য মতে তার বাড়ির আস্তানায় অভিযান চালিয়ে মাটির নীচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

উল্লেখ্য, বুধবার (২৫ এপ্রিল) বিকালে মহেশখালী থানার এসআই মাহমুদুল হকের নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী পৌরসভার  ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আবদুর ছবুর পিতা-মৃত-মোজাহার মিয়া প্রকাশ জাপ্পর সাং-খোন্দাকার পাড়া, কুতুবজোম,মহেশখালী, হাল সাং- ঘোনাপাড়া,মহেশখালী পৌরসভা, কক্সবাজার। সে মহেশখালী থানার সি.আর-১০৭১/১৬, ধারা-এনআই এক্টের ১৩৮,সিআর- ৯২০/১৭, ধারা-এনআই এক্টের ১৩৮ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী।

পাঠকের মতামত: