ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জলকেলি উৎসবে মতোয়ারা রাখাইন সম্প্রদায়

rakhaing pani khela11_1১৩৭৮ রাখাইন সন বরণ

হাসিখুশী স্বভাবে রাখাাইন সম্প্রদায় পরস্পরের প্রতি মৈত্রী পানি নিক্ষেপ করে মাহাসাংগ্রেঙ মূলপর্বে জলকেলি উৎসব পালন করেছে গতকাল রবিবার। রাখাইন সম্প্রদায়ে সবচেয়ে বড় এ সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে রাখাইন পল্লী সমূহে পুস্প ও পল্লব দিয়ে সাজানো হয়েছিল 13_1জলকেলির মন্ডপ। অনুষ্ঠানে রাখাইন ডিভেল্যাপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর সহযোগিতায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় মন্ডপ স্থাপন করে অ¹মেধা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে। গতকাল বেলা ৩.৩০টায় জলকেলি উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন। থেং ঞো এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন 14_1কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য ও আরডিএফ এর পরিচালক অধ্যক্ষ ক্য থিং অং। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, ডাঃ ফরিদুল ওসমান, কামাল উদ্দিন, ওসমান গণি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মং ম্রা ছিং, মং ওয়েন মেম্বার, আরডিএফ এর সহসভাপতি উখ্যাইচিং, পরিচালক ক্য চিং, বিশিষ্ট লেখক ও গবেষক মংবাঅং প্রমূখ। পরে ক্য ঞিং এর নের্তৃত্বে রাখাইন শিল্পীগণের পরিবেশনায় সন্ধ্যা পর্যন্ত চলে ওপেন কনসার্ট।

পাঠকের মতামত: