ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ছোট্র কাব্য “চকরিয়া নিউজ” 

‍‍ ‌‌‍‌‌‍‌‌‌ “চকরিয়া নিউজ”
কথা:-  মো: শাহাব উদ্দিন

দৈনিক চকরিয়া নিউজ বস্তনিষ্ঠ ও নিরপেক্ষতায় অবিচল,

শতভাগ বিশুদ্ধ খবর প্রকাশ করে আমরা জানি সকল।

অবাধ সুষ্ঠ নিরপেক্ষ একটি অনলাইন পত্রিকার নাম,

নিয়মিত প্রকাশিত হয় মেধাবীদের কলাম।

চকরিয়া নিউজ কথায় নয় তাই কাজে বিশ্বাসী ,

সেবার জন্য প্রস্তুত সব সময় প্রিয় দেশবাসীর।

সময়ের সাথে তাল মিলিয়ে আছে নিরবধি ,

যতই দুরে বা আড়ালেই, রয়েছে সবার পাশে।

২৪ ঘন্টা দৃষ্টি রাখুন চকরিয়া নিউজের সাথে,

নিশ্চিত সেবা পাবেন দিনে-রাতে।

দূর্নীতির সাথে করেনা আপোস প্রকাশে  সত্য সংবাদ  ,

অনিয়ম জুলুম নির্যাতনের বিরুদ্ধে করে প্রতিবাদ।

আপনার চারপাশের সমস্যা নিয়ে লিখুন অভিযোগ,

জনসেবায় নিয়োজিত পাবেন বিভিন্ন সুযোগ ।

নিজে পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন।

সত্যকে গোপন না রেখে বাস্তবতাকে তুলে ধরুন।

মুহুর্তের মধ্যে প্রচার করে থাকে বিশ্বের সব খবর ,

তাই অনলাইন পত্রিকাটির উপর পাঠকের এত নজর ।

চকরিয়া নিউজ সত্য কথা বলে জনগনের পক্ষে,

পড়তে পারেন অফিস-বাড়ি কিংবা কক্ষে।

পাঠকের মতামত: