ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চৌফলদন্ডী বাজারে অগ্নিকান্ড ৬ দোকান পুড়ে ছাই : ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ভয়াবহ অগ্নিকান্ডে ছয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ২৩ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এহেচানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে স্থানীয়দের মতে, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান সর্বত্রে ছড়িয়ে পড়লে শাহাজাহান,অমিয় পাল,কামাল হোসেন, রাজিব শর্মা,মোহাম্মদ আলম ও হারুন অর রশিদের দোকান পাঠ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডটি স্থানীয়রা এগিয়ে এসে  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে শহরের মাঝিরঘাট ব্রীজের মুখে লোহার রড় দিয়ে বন্ধ রাখায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌছতে দেরী হয় বলে জানায় অনেকে।

পাঠকের মতামত: