ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নওফেল

নিজস্ব প্রতিবেদক ::  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত আদেশে এ মনোনয়ন দেওয়া হয়।

আদেশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৩ মে জারিকৃত স্বাকম/হাস-২/তদারকি কমিটি-১/২০০৭/২৬৫ প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হল।

পাঠকের মতামত: