ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০৬ জনই নগরীর বাসিন্দা। বাকি ৫১জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। বৃহস্পতিবার (২৩ জুলাই) ৭টি ল্যাবে ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৫০৩ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৮, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৬৫টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৬৭টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬০টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৩১টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৬০টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ৩১ জন, সিভাসুতে ৬ জন, চমেকে ২৬ জন, চবিতে ৪৬ জন, ইম্পেরিয়ালে ২৯ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ৪ জন ও শেভরণে ১৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৮৪২টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৫৭ জনের। এরমধ্যে ১০৬ জন নগরীর এবং ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা মধ্যে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, চন্দনাইশের ১, পটিয়ায় ১, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৯, সীতাকুণ্ডের ২ ও মিরসরাইয়ের ৫ জন আছেন।

পাঠকের মতামত: