ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন

sdr

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে , শনিবার (১এপ্রিল) বিকাল ৩টায় পৌরসভার কোচপাড়া মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীমারা স্বপ্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক থানার সভাপতি জামিল ইব্রাহিম, চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট ফখরুদ্দিন ফরায়েজি, মাতামুহুরি সাংগঠনিক থানার সাধারণ হেফাজতুর রহমান,সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক এস এম আবুল কাশেম, সঞ্চালনা করেন চকরিয়া বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী প্রমুখ। এতে বেলা দুপুর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে যোগদান করে সম্মেলন শুরুর আগেই  মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশে লুটপাট বন্ধ করে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে,দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানান।

পাঠকের মতামত: