ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চকরিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন দেন। আনছারুল ইসলাম (বাবুল মিয়া) সভাপতি এবং অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজীকে সাধারণ সম্পাদক করে ১১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়। একই সাথে ১৬ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো।

উপদেষ্টা পরিষদ:
অধ্যক্ষ এস.এম মজনুর (খুটাখালী) , নজরুল ইসলাম চৌধুরী (খুটাখালী), মাষ্টার শাহ এম.ডি জাহেদ (ডুলাহাজারা), মাহবুবুর রহমান চৌধুরী (কাকারা), আলহাজ্ব নুরুল কবির (সাবেক চেয়ারম্যান) (লক্ষ্যারচর), নুরুল আলম (সাবেক চেয়ারম্যান) (হারবাং), আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী (ফাঁসিয়াখালী), নাছির উদ্দিন সিকদার (ফাঁসিয়াখালী), মোস্তাক আহমদ (হারবাং), আলহাজ্ব রহমত উল্লাহ (বরইতলী), বজলুল কবির (সাবেক এম.ইউ.পি) (চিরিংগা), খুইল্লা মিয়া সওদাগর (বমুবিলছড়ি), মোস্তাক আহমদ সিকদার (মানিকপুর), নজির আহমদ দিদার (কৈয়ারবিল), আবুল হাশেম (পহরচাঁন্দা) , আলী আকবর (সুরাজপুর)।

নির্বাহী কমিটি নিন্মরূপ:
সভাপতি আনছারুল ইসলাম (বাবুল মিয়া)-বরইতলী, সহ-সভাপতি যথাক্রমে- আবুল হাশেম-চকরিয়া পৌরসভা, শাহাজাহান চৌ:(সাবেক চেয়ারম্যান)- কৈয়ারবিল, আবদুল মতলব চেয়ারম্যান- বমুবিলছড়ি, জালাল আহমদ সিকদার চেয়ারম্যান-পহারচাঁদা, অধ্যাপক ছাবের আহমদ-ডুলাহাজারা, শাহ আলম সিকদার- ফাঁসিয়াখালী, ছাবুল হক-হারবাং, এম. জাফর আহম্মদ-খুটাখালী, নুরুল কবির মিয়া- বরইতলী, আতাহার ইকবাল চৌং- মানিকপুর, আব্দুল হাফেজ-চিরিংগা, আলহাজ্ব কামাল উদ্দিন-লক্ষ্যারচর।

সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী-পৌরসভা, যুগ্ম-সম্পাদক ইব্রাহীম চৌ: মনুমিয়া -কাকারা, শরিফ উদ্দিন (সাবেক চেয়ারম্যান)-কৈয়ারবিল, জাহাঙ্গীর আলম ভুট্টো-পৌরসভা।

সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু-কাকারা, ইব্রাহীম খলিল কাকন-চিরিংগা, মাষ্টার মোস্তাফিজুর রহমান- ডুলাহাজারা। সহ সংগঠনিক সম্পাদক এস.এ. জয়নাল-পৌরসভা, মহিউদ্দিন পুতু-চিরিংগা, ডা: ফেরদৌস আহমদ-সুরাজপুর, ডা: শফিউল আলম শফি-খুটাখালী। কোষাধ্যক্ষ আলী আহমদ (এম.ইউ.পি)- চিরিংগা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোছাইন-ফাঁসিয়াখালী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশেক উদ্দিন-কাকারা, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক কুতুব উদ্দিন -ডুলাহাজারা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু ইউসুফ-কৈয়ারবিল, ত্রান ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন- লক্ষ্যারচর, কৃষি বিষয়ক সম্পাদক ইলিয়াছ ভুট্টো-উত্তর হারবাং, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম-হারবাং, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নুরুল আবছার-বমুবিলছড়ি, মানবাধিকার বিষয়ক সম্পাদক সানাউল্লাহ-সুরাজপুর, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন-পহরচাঁদা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শামশুল আলম মাতবর- মানিকপুর, মৎস্যজীবি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (এম,ইউ,পি)-বরইতলী, মহিলা বিষয়ক সম্পাদক খালেচা বেগম-চিরিংগা, যুব বিষয়ক সম্পাদক ওমর আলী-কৈয়ারবিল, স্বেচ্ছা-সেবক বিষয়ক সম্পাদককামরুল হাসান জাষ্টিস-পৌরসভা, শ্রম বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন মোশতাক- ফাঁসিয়াখালী, ছাত্র বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন-কাকারা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক প্রভাষক ওসমান গনি- কৈয়ারবিল, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুরুল হক (সৌদি প্রবাসী)-খুটাখালী, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা জয়নাল আবেদীন-মানিকপুর, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন- ফাঁসিয়াখালী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাজিদুল আলম রুবেল-হারবাং, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাইফুল কবির চৌ:- মানিকপুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর উল্লাহ নুর-উত্তর হারবাং, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মফজল আহমদ (দুবাই প্রবাসী)-ডুলাহাজারা, সহ প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল করিম-চিরিংগা, সহ দপ্তর বিষয়ক সম্পাদক মহিউদ্দিন-কাকারা, সহ কোষধ্যক্ষ জহির আহমদ-ফাঁসিয়াখালী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার মোহাম্মদ ইউসুফ-বরইতলী, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাষ্টার সিরাজ আহমদ-ফাঁসিয়াখালী, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল আলম-চিরিংগা, সহ-যুব বিষয়ক সম্পাদক মো: জকরিয়া- লক্ষ্যারচর, সহ-স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক নুরুল আবছার রিয়াদ-কাকারা, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান- ডুলাহাজারা, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন- কাকারা।

সম্মানিত সদস্য যথাক্রমে- এনামুল হক- কাকারা, মিজানুর রহমান চৌ: খোকন মিয়া-ডুলাহাজারা, সালেহা বেগম-কৈয়ারবিল।

সদস্য যথাক্রমে- সৈয়দ আলম-খুটাখালী, আখতার কামাল- খুটাখালী, জাহেদ নেওয়াজ-খুটাখালী, ফরিদুল ইসলাম-খুটাখালী, নজির আহমদ-ডুলাহাজারা, নাজেম উদ্দিন ডুলাহাজারা, জসিম উদ্দিন-ডুলাহাজারা, সোহেল চৌ: ভুট্টো-ডুলাহাজারা, মো: জাহাঙ্গীর আলম-চিরিংগা, নুরুল আবসার-চিরিংগা, বেলাল উদ্দিন হেলালী- চিরিংগা, এ.কে. জিল্লুর রহমান-কৈয়ারবিল, রুহুল কাদের লিটন-কৈয়ারবিল, সরোয়ার আলম খোকন, (সাবেক এম.ইউ.পি)-ফাঁসিয়াখালী, তোফাজ্জল হোসেন বাবু ফাঁসিয়াখালী, আখতার আহমদ- ফাঁসিয়াখালী, গোলাম কুদ্দুস- ফাঁসিয়াখালী মৌলনা কবির আহমদ-বমুবিলছড়ি, গিয়াস উদ্দিন-বমুবিলছড়ি, নুর আহমদ মেম্বার-বমুবিলছড়ি, আবুল কাশেম-মানিকপুর, শাহাব উদ্দিন সিকদার-মানিকপুর, মাষ্টার ফরিদুল আলম-সুরাজপুর, মো: ইসমাইল-সুরাজপুর, আবুল কাশেম-কাকারা, অধ্যাপক মোস্তাফা জামান খারেছ-কাকারা, হামিদ রেজা-কাকারা, মাহবুবুর রশিদ-কাকারা, মো: ইউনুছ-কাকারা, মোহাম্মদ আজিজ মিয়া-কাকারা, মোহাম্মদ আলমগীর-কাকারা, নুর মোহাম্মদ মানিক (সাবেক চেয়ারম্যান)-লক্ষ্যারচর, হারুনুর রশিদ বাদশা-লক্ষ্যারচর, মৌলনা মোক্তার আহমদ-লক্ষ্যারচর, আব্দুল মান্নান-লক্ষ্যারচর, আবুল কালাম-লক্ষ্যারচর, ডা: মীর কাশেম-পহরচাঁদা, গিয়াস উদ্দিন-পহরচাঁদা, ডা: এরশাদ হোসেন-পহরচাঁদা, শাহিন মুরাদ-বরইতলী, মঈনুল ইসলাম-বরইতলী, আজিজুর রহমান টিপু- বরইতলী, আবু তাহের মেম্বার-বরইতলী, আজিজুর রহমান-হারবাংমাষ্টার মোহাম্মদ কাজী শোয়াইব-হারবাং, মিন্টু পাল-হারবাং, বেলাল উদ্দিন-হারবাং, বজল কবির-উত্তর হারবাং, রশিদ আহম্মদ-উত্তর হারবাং, জাহাঙ্গীর আলম-উত্তর হারবাং, ইয়াছমিন আক্তার/ স্বামী বজল কবির মেম্বার চিরিংগা, সায়েরা খাতুন (মহিলা এম.ইউ.পি)-লক্ষ্যারচর, ইয়াছমিন আক্তার / স্বামী-নাজেম উদ্দিন- ডুলাহাজারা, মিফতাহুল জান্নাত/ স্বামী জয়নাল আবেদীন-হারবাং, রেহেনা আক্তার (এম.ইউ.পি)-বরইতলী।

পাঠকের মতামত: