ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ঢাকায় বৈঠকে নতুন ঘোষনা

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৩ মে

পেকুয়া আওয়ামীলীগের বর্ধিত সভায় হামলাকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে এক সভা শনিবার ২ এপ্রিল দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগীয় আওয়ামীলীগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সংসদ ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা করে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মলন সম্পন্ন পরবর্তী আগামী ২৩ মে ২০২২ তারিখে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ২৭ মে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার এক পর্যায়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক সহ আরও কয়েকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

সাংবাদিক জহিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে সভায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি হামলাকারীদের বহিষ্কার করার নির্দেশ দেন। সভার এই বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক জহিরুল ইসলাম। সভায় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ সিআইপি, চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড রঞ্জিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ মিথুন, বন ও পরিবেশ সম্পাদক কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য জিয়া উদ্দীন জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন চৌধুরী, সহ সভাপতি সরওয়ার আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দীন, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংবাদিক জহিরুল ইসলাম, শাহ নেওয়াজ তালুকদার, এসএম আলমগীর হোছাইন, আফসার উদ্দিন মাহমুদ, সাংবাদিক মিজবাউল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, তপন কান্তি দাশ, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, লায়ন আলমগীর চৌধুরী প্রমুখ।

 

পাঠকের মতামত: