ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ৯ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলা মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, সিপিপি চকরিয়া উপজেলা টিম লিডার আলহাজ্ব নুরুল আবছার, চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহবাজ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুুরুল আখের প্রমূখ। এ সময় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: