ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ হোসাইন চৌধুরী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

এম.মনছুর আলম, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবীদ ও সমাজসেবক আলহাজ্ব শহীদ হোসাইন চৌধুরী (৭৬) গুরুত্বর অসুস্থ। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মহানগরীর মেট্টোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। তাহার শরীরে ধরা পড়েছে জঠিল কিডনি ও নিউমোনিয়া রোগ। টানা তিনদিন ধরে চিকিৎসা নেয়ার পরও তার শাররীক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার (২৪ফেব্রুয়ারী) বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়েছে। চেয়ারম্যান শহীদ হোসাইন চৌধুরী গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন তার সুযোগ্য সন্তান দুবাইস্থ কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-পৌরসভা ও মাতামুহুরী প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আশরাফ উর রহমান রাসেল। এদিকে পরিবারের পক্ষথেকে দ্রুত আরোগ্য কামনায় চকরিয়া-পেকুয়াবাসী, প্রবাসী, আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ী নিকটসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।##

 

পাঠকের মতামত: