ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়ায় জনতার গণ পিটুনিতে আহত ডুলাহাজারা এলাকার ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী মো. হেলাল উদ্দিন (৩৫) হেলাইল্লা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ডুলাহাজারা ইউপিতে ডুমখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে।
হেলাল ওই এলাকার জাফর আলমের ছেলে। হেলাল ডাকাত বর্তমানে পুলিশি পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী চকরিয়া নিউজকে বলেন, রোববার রাত ৮টার দিকে স্থানীয় জনতা হেলালকে পাকড়াও করে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় তার অবস্থা আশংকাজনক হলে তাকে চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সে বর্তমানে সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, হেলাল একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে  চুরি,ডাকাতি, চিংড়ীঘের দখল, হামলা ও পুলিশ এসল্টসহ অর্ধডজন মামলা রয়েছে।

পাঠকের মতামত: