নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: সারাদেশে ধারাবাহিক নারী ধর্ষণ এবং নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবীতে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুজন ও বিভিন্ন নারী সংগঠন গুলো। বুধবার বিকাল তিনটায় পৌরশহরের প্রধান সড়কে শতশত নারী-পুরুষ মানববন্ধন ও সমাবেশ করেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা হাজী বশিরুল আলম, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক জুবাইদুল হক, নারী নেত্রী শিউলী শর্মা, শারমিন আক্তার ও রুমা আক্তার।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সমাজে নারী ও শিশুদের এখন কোনো নিরাপত্তা নেই। দৃষ্টান্তমূলক শাস্তির অভাব আর একেরপরএক ধর্ষণের ঘটনায় নারী ও শিশুরা আতঙ্কিত। ধর্ষকদের কঠোর শাস্তি না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।
এ রকম অবস্থার কারণেই বেগমগঞ্জে এক নারীর ওপর নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই কঠোর আইন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা ।
পাঠকের মতামত: