ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিদ্রোহী প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

চকরিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় কোনাখালীস্থ পুরিত্যাখালী টেকপাড়ায় একদল স্বশস্ত্র সন্ত্রাসীরা আহমদ নবী (৩১) নামের এক ব্যক্তিকে হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত আহমদ নবী উপজেলা নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ফজলুল করিম সাঈদীর সমর্থক ছিল। সে কোনাখালী ইউনিয়নের পুরিত্যাখালী টেকপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। সোমবার উপজেলা নির্বাচনের দিন সকাল সাড়ে ১০টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে কোনাখালী ৭নম্বর ওয়ার্ডের পুরিত্যাখালী টেকপাড়াস্থ মসজিদের উত্তর পাশে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে আক্রান্ত পরিবার মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলা পরিষদের নির্বাচনের দিন (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে দুইজন ভোটার নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছিল পুরিত্যাখালী টেকপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে আহমদ নবী। প্রতিমধ্যে টেকপাড়াস্থ মসজিদের উত্তর পাশে এলাকায় পৌছলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল উদ্দিনের ছেলে লায়েক, জালাল উদ্দিনের ছেলে আলী আকবর ও বদিউর রহমানের ছেলে আবদুল হামিদের নেতৃত্বে ১০/১২জন স্বশস্ত্র ভাবে অতর্কিত হামলা চালায় আহমদ নবীকে। এ সময় সন্ত্রাসীরা তাকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করতে নিষেধ করে অশালীন গালি-গালাজ করে বেদড়ক পিঠিয়ে ও ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত আহমদ নবীকে স্থানীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে মঙ্গল দুপুরে আহত আহমদ নবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। এ ঘটনার ব্যাপারে আক্রান্ত পরিবার থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: