ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বসতবাড়িতে অগ্নিকান্ড: ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

agonচকরিয়া অফিস  ::
চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে সেমিপাকা বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীরপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়ি ও সারের গুদাম সহ মূল্যবান মালামাল আগুনে পুড়ে অন্তত ২০লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মৃত হাজী সিরাজুল হকের সেমিপাকা বাড়িতে আজ  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুরদিকে ছড়িয়ে পড়লে সেমি পাকা বাড়ির আগুন ধরে যায়। এসময় স্থানীয় এলাকাবাসি চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরইমধ্যে বাড়ির স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, মূল্যবান মালামাল, ইলেকট্রনিক সামগ্রী পুড়ে ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ওই বাড়িতে মৃত সিরাজুল হকের দুই পুত্র হেলাল উদ্দিন মানিক ও হাজী মো: আলমগীর পরিবার নিয়ে বসবাস করতো। চকরিয়া ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

পাঠকের মতামত: