ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন,

চকরিয়ায় পৌর কাউন্সিলর মুজিবের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিবের বিরুদ্ধে ত্রাস সৃষ্টির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি এবং পরিবারটির সহায় সম্পদ দখল চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কাউন্সিলরের নানাবিধ চক্রান্ত ও হুমকির মুখে মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার সদস্যরা।

আজ বুধবার বিকালে চকরিয়া উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের নামার চিরিঙ্গার বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী সেলিনা চৌধুরী। এসময় সংবাদ সম্মেলনে তার বড় ছেলে খায়রুল বাশার রনি চৌধুরী, ছোট ছেলে খায়রুল আবরার নাবিল উপস্থিত ছিলেন।

অবশ্য এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে খায়রুল বাশার রনি চৌধুরী বাদি হয়ে আগেরদিন মঙ্গলবার ২৮ মার্চ পৌর কাউন্সিলর মুজিবুল হক সহ ৮জনকে আসামি করে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা রুজু করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক বাদির নালিশী মামলা আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম এর সহধর্মিণী সেলিনা চৌধুরী বলেন, সাবেক শিবির ক্যাডার, নব্য হাইব্রিড আওয়ামীলীগ নেতা নামধারী পুকুর ভরাটকারী, এলাকায় কিশোর গ্যাং সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী লালনকারী চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল করে দোকানগৃহ তৈরী করছে। প্রতিবাদ করায় আমার ( মুক্তিযোদ্ধা) পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
তিনি সংবাদ সম্মেলনে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তার পরিবারের জানমালের নিরাপত্তাও চান।

বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের ছেলে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার রনি চৌধুরী বলেন, ২০১৭ সালে পৌর কাউন্সিলর মুজিবুল হক একই জায়গা জবরদখলের চেষ্টা করেন। তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে, চকরিয়া থানার তৎকালীন ওসির মধ্যস্থতায় আমাদের ওই জায়গার দিকে আর কখনো ফিরে তাকাবেন না মর্মে মুচলেকাও দেন। এখন তা ভঙ্গ করে আবারও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সহায় সম্পদ দখল চেষ্টার ঘটনায় বাঁধা দিলেও ক্ষান্ত হচ্ছে না অভিযুক্ত কাউন্সিলর মুজিবুল হক। এ অবস্থায়

বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের ছেলে খায়রুল বাশার রনি বাদী হয়ে মঙ্গলবার চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হকসহ ৮জনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইলিয়াস আরিফ জানান, বিজ্ঞ আদলতের বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডি কক্সবাজারকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।

 

পাঠকের মতামত: