ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ট্রাক চালকের গলাকাটা লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, চকরিয়া :: 

কক্সবাজারের চকরিয়ায় এক ট্রাক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার ভোরে উপজেলার বানিয়ার ছড়া এলাকা থেকে উদ্ধার করা হয় লাশটি। তবে লাশের পরিচয় মিলেছে। তার নাম ফজল করিম(৫০), তিনি ট্রাকের চালক ছিলেন। উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাকিম আলীর পুত্র তিনি।

বানিয়ার পুলিশ ফাঁিড়র ইনচার্জ নুরে আলম জানান, বানিয়ারছড়া ব্রীজের নিকটে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং লাশের পরিচয় নেন। পরে লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত: