ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় গ্রামীণ জনপদের কুয়ার পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীণ জনপদের একটি কুয়ার পানিতে ডুবে তানজিদুর রহমান (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ পুর্ব নয়াপাড়া থমতলা নামক এঘটনা ঘটে। শিশু তানজিদুর রহমান ওই এলাকার এখলাছুর রহমানের ছেলে। শিশুটি স্থানীয় নুরানী মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার দুপুরে শিশু তানজিদুর রহমান ইউনিয়নের দক্ষিণ পুর্ব নয়াপাড়া থমতলা এলাকায় সহপাটিদের সাথে খেলা করতে গিয়ে অসাবধানবশত কুয়ার পানিতে পড়ে যায়।

কুয়ার পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। তাৎক্ষনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দীন কুয়ার পানিতে ডুবে নিহত হওয়া শিশু তানজিদুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: