ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ক্যান্সারে আক্রান্ত মুবিনকে বাঁচাতে এগিয়ে আসুন

চকরিয়া নিউজ ডেস্ক ::
দেশ-বিদেশে থাকা প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে ক্যান্সারে আক্রান্ত মো. মুবিনুর রহমানকে বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে কাতরাচ্ছেন মুবিন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড পূর্ব কাকারা পাহাড়তলী এলাকার অসহায় পরিবারের মৃত সোলাইমানের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক মো.মুবিনুর রহমান (৩১)। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগ ও মরনব্যাধি ক্যান্সারে ভুগছেন।
অসুস্থ মোঃ মুবিনুর রহমান বর্তমানে চট্টগ্রামে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আউয়ালের নিকট চিকিৎসাধীন রয়েছেন।

ডাঃ আউয়ালের পরামর্শে তিনি ৮টি কেমো থেরাপি থেকে ৫টি দেন,  প্রথম দুই টি দেওয়ার পর মুবিন মোটামোটি সুস্থ হওয়ার পথে। কিন্তু পরবর্তী কেমো দেওয়ার পর থেকে মুবিনের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের চিকিৎসা বাবৎ তার প্রায় ৭-৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে।তাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নেওয়া প্রয়োজন। মা-বাবা হারা তার পরিবার অর্থনৈতিক ভাবে অসহায় হওয়ায় তার চিকিৎসা করা অসম্বব হয়ে পড়েছে। মরনব্যাধি ক্যান্সার থেকে অসহায় মুবিনকে বাঁচাতে ও তার সু-চিকিৎসার জন্য অসহায় পরিবারের পক্ষথেকে সাহায্যের আবেদন জানিয়েছেন। এবং মানবতার সেবায় এগিয়ে এসে সমাজের বিত্তবানদের প্রতি তার অসহায় পরিবারের পক্ষে এই মরনব্যাধি ক্যান্সার রোগের চিকিৎসা সম্পন্ন করা সম্ভব নয় বলে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে তাকে দুই একদিনের মধ্যে ইন্ডিয়া নেওয়া সম্ভব হবে। এদিকে ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় কাকারা মাঝেরফাড়ি জামে মসজিদ ও চিরিংগার কয়েকটি মসজিদে ক্যান্সার রোগে আক্রান্ত মুবিনের চিকিৎসার জন্য মুসল্লীরা প্রায় ৭৬ হাজার টাকা এবং আনোয়ার শপিং কমপ্লেক্সে সাড়ে ৯ হাজার টাকা স্বহস্তে দান করেছেন। তার চিকিৎসায় সাহায্য পাঠানোর ঠিকানা, মোঃ মুবিনের ব্যাংক হিসাব নং-৬৬৯৬৫ ইসলামী ব্যাংক চিরিংগা শাখা চকরিয়া,  এবং ব্যাংক হিসাব-২২০১০৩১৪৬৩ ডাচ্ বাংলা ব্যাংক অথবা মোবাইল বিকাশ নং ০১৮১৮৬৬৯৫৯৯।

পাঠকের মতামত: