ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, অভিযুক্ত যুবক জেলহাজতে

মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় গাড়ি থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ফজল করিম (৩০) কে আসামী করে মামলাটি দায়ের করেন। আটক ফজল করিমকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে জেলহাজতে পাঠানো হয়। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বদরখালী থেকে লামার হারগাজা এলাকায় যাওয়ার পথে মালুমঘাট এলাকায় গাড়ি থেকে নামিয়ে এক কিশোরীকে সড়কের পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ফজল করিম নামের এক যুবক। স্থানীয় লোকজন তাকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পাঠকের মতামত: