ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কলেজ শিক্ষক জিকু‘র মৃত্যু করোনায়

কক্সবাজার সংবাদদাতা ::  কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। মৃত অধ্যাপকের নাম নুরুল আলম জিকু (৫২)। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আরএমও ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল আলম ছোট ভাই নুরুল হুদা জানান, গত ২৫ সেপ্টেম্বর করোনার উপসর্গ নিয়ে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর তার করোনা নমুনা পরীক্ষায় ফল পজেটিভ আসে। এরপর জিকুকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুল পাড়ার সন্তান অধ্যাপক নুরুল আলম জিকু চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চকরিয়ার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া অধ্যাপক জিকু কক্সবাজার কমার্স কলেজের পরিচালক, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে শিক্ষক ছিলেন। এছাড়াও অনেক প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালনও করেন তিনি।

 

 

পাঠকের মতামত: