ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কম্পিউটার প্রকৌশলীকে অপহরণ ও মারধরে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

মুহাম্মদ মনজুর আলম. চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় কম্পিউটার প্রকৌশলীকে অপহরণ ও মারধর করে আটকে রাখার ঘটনায় সম্পৃক্ত সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানবন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টার দিক চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফাঁসিয়াখালী ইউনিয়নের সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কম্পিউটার প্রকৌশলীকে অপহরণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানান।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার ভোররাতে সন্ত্রাসীদের গাছ কাটতে বাঁধা দেয়ায় কম্পিউটার প্রকৌশলী ছৈয়দুল আজমকে অপহরণপূর্বক মারধর করে ফাঁসিয়াখালী ইউপি কার্যালয়ে আটেক রাখা হয়। পরে চকরিয়া থানা পুলিশ ইউপি কার্যালয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

পাঠকের মতামত: