ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় অন্তরা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের সনদ বিতরণ ও গুণীজন সম্মাননা

চকরিয়া অ32ফিস:

অন্তরা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের সনদ বিতরণ ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় বিজয় মঞ্চে অন্তরার অধ্যক্ষ দীপলাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমএমএ। অনুষ্ঠান উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য পৌর আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম লিটু, অধ্যাপক সোলতান আহমদ, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া কেন্দ্রীয় স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হক, বাংলাদেশ বেতার কক্সবাজারের প্রযোজক বশিরুল ইসলাম। অন্তরার পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় গুণীজন ও সমাজ সেবক রতন কুমার সুশীলকে। এরআগে বিভিন্ন শিল্পীরা দেশাত্ববোধক, পল্লীগীতি, বাউল, আধুনিক, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। পরে অন্তুরার কৃতি ছাত্রছাত্রীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

পাঠকের মতামত: