ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায়কে মাদকমুক্ত করাসহ একগুচ্ছ প্রস্তাবণা

এম.জাহেদ চৌধুরী, নিজস্ব প্রতিবেদক :: চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বক্তারা বলেন, মাদক ও জুয়া মুক্ত করতে হবে চকরিয়াকে। কোন ব্যাক্তি মিথ্যা মামলা যাতে না জড়ায় পুলিশের সুদৃষ্টি রাখতে হবে। পৌর শহরকে যানজট মুক্ত করতে হবে। শান্তিবাজার-ইয়াংছার ২৬ কিলোমিটার সড়ক খানা-খন্দক ও গর্ত সৃষ্টি হওয়ায় বেড়েছে দূর্ঘটনা। দ্রæত সড়কটি মেরামত করতে হবে। শিক্ষা প্রতিষ্টান কেন্দ্রীক বখাটের উৎপাদ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলায় বেদখল হওয়া বিভিন্ন শ্মশান, কবরস্থান দখলে আনতে ব্যবস্থা নিতে হবে।

এছাড়া আসন্ন শারদীয় দূগোৎসব শুরু থেকে বিসর্জন পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। চিংড়ি ঘেরে চাঁদাবাজি লুটপাট বন্দ করতে হবে। এসব দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও থানার পরিদর্শক (তদন্ত) মো.একেএম সফিকুল আলম চৌধুরী। সভায় দিকনির্দেশনামূলখ বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। সোমবার সকাল ১১টায় চকরিয়া উপজেলা পরিষদ ‘মোহনা’ মিলনায়তনে এসভা অনুষ্টিত হয়।
বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনায় অংশ নেন- চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, মহিলা ভাইস-চেযারম্যান জেসমিন হক জেসি, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু হাজি মো.বশিরুল আলম, রেড ক্রিসেন্ট কমান্ডার আলহাজ্ব নুরুল আবছার, চকরিয়া উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নোমান, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, ঢেমুশিয়া চেয়ারম্যান নুরুল আলম জিকু, বিএমচর চেয়াম্যান এসএম জাহাঙ্গীর আলম ,চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র জসীম উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত: