ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার মতো কক্সবাজারের বাকি সাত উপজেলায়ও সুষ্ঠু ভোট হবে -পুলিশ সুপার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের মতো কক্সবাজার জেলার বাকি সাত উপজেলায়ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

তিনি বলেন, ‘অনেক বাহ্যিক চাপের মধ্যেও নতি স্বীকার না করে ভোটারদের দেওয়া ওয়াদা রক্ষা করার প্রাণপণ চেষ্টা করেছি। সবার সহযোগিতায় সফলও হয়েছি।’

চকরিয়া নিউজের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তাদের কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে।’

‘চকরিয়ায় অনুষ্ঠিত নির্বাচন কেমন হয়েছে এবং বাকি সাত উপজেলার নির্বাচন কেমন হবে এর একটি বার্তা ইতোমধ্যে সর্বমহলে পৌঁছে গেছে।’-যোগ করেন পুলিশ সুপার মাসুদ হোসেন।

পাঠকের মতামত: