ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ঘূর্ণীঝড় রোয়ানার তান্ডবে মহেশখালীর উপকুলে প্রায় দু,শাতাধিত বাড়িঘর স্থলন্ডভন্ড্

mohesh khali flad npic-21,05,16আবদুর রাজ্জাক,মহেশখালী-

ঘূর্ণীঝড় রোয়ানার তান্ডবে কক্সবাজারের উপকুলীয় দ্বীপ উপজেলা মহেশখালীর উপকুলবর্তি বিভিন্ন ইউনিয়নে গাছ-পালা ,কাঁচা বাড়ী,চিংড়ীঘের, পানের বরজসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবজোম এবং কালারমারছড়া ও হোয়ানকের একাংশ, শাপলাপুরের জেমঘাট, বারিয়াপাড়া, ছোট মহেশখালীর উম্বনিয়া পাড়া, জালিয়াপাড়া, আহমদিয়া কাটাঁ, ঠাকুরতলা, তেলীপাড়া, পৌরসভার চরপাড়া, নিচের রাখাইন পাড়াসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নে বিধংস্থ বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় শুকনা খাবার ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম জানান,ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নি¤œঞ্চল ও ঊপকূলবর্তি এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়াসহ সব ধরনের প্রস্তুতি গ্রহন করায় বড় ধরণের কোন ক্ষয় ক্ষতি এবং হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং অবিলম্ভে র্দূগত এলাকাগুলিতে শুকনা খাবার ,বিশুদ্ধ খাবার পানি,প্রয়োজনীয় ঔষধ চিকিৎসা সামগ্রী ও সরকারী ত্রাণ পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: