উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের উত্তর বড়–য়া পাড়া এলাকায় পল্লী বিদ্যুৎয়ের লাইন সংযোগ দেওয়ার কথা বলে একটি মহল অসহায় লোকজনের নিকট থেকে প্রায় ১৬ লক্ষ্য টাকা আর্তসাৎ করার অভিযোগ উঠেছে। ওই টাকা একজন গ্রাহক বিদ্যুৎ সংযোগ না পেয়ে টাকা ফেরত চাওয়ার অপরাধে তাকে দূর্ণীবাজরা ব্যাপক মারধর করেছে।
জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের উত্তর বড়–য়া পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য লক্ষিকান্তি মেম্বারের ছেলে রাহুল মাষ্টার, দীন মহন বড়–য়ার ছেলে স্বপন মাষ্টার ও মনহরি বড়–য়ার ছেলে রূপন বড়–য়া ১০৩ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে জনপ্রতি ৮/১০ হাজার টাকা করে উত্তোলন করেন। দীর্ঘ দিন পার হয়ে গেলেও একই এলাকার মৃত সাধন বড়–য়া ছেলে দানু বড়–য়া গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে স্থানীয় বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ সহকারী শিক্ষক রাহুল বড়–য়া , স্বপন বড়–য়া ও রূপন সওদাগরের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে নেওয়া ৮ হাজার টাকা ফেরত চাইতে গেলে তাকে রাহুল মাষ্টারের বাড়ীর সামনে গতিরোধ করে বেদড়ক মারধর করে গুরুতর আহত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার উখিয়া হাসপাতালে ভর্তি করায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ ক্ষতিত স্কুল শিক্ষক রাহুল বড়–য়া, স্বপন বড়–য়া ও রূপন সওদাগর এলাকার লোকজনদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামে বিদ্যুৎয়ের লাইন সংযোগ দেওয়ার কথা বলে ১০৩ পরিবারের নিকট থেকে প্রায় ১৬ লক্ষ্য টাকা লুটপাট করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিনত হয়েছে। দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় গ্রাহকেরা বিক্ষুব্দ হয়ে উঠেছে বলে জানা গেছে। এ বিদ্যুৎ সংযোগের টাকা নিয়ে স্থানীয় গ্রামবাসী ও দালাল চক্রের মধ্যে যে কোন মূহুত্বে রক্তক্ষয় সংঘর্ষের মত ঘটনা ঘটতে পারে বলে আশংখ্যা করা হচ্ছে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর পক্ষ থেকে আহত দানু বড়–য়া বাদী ৯ দালালের বিরুদ্ধে নাইক্ষ্যংছুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছুড়ী থানার ওসি আবুল খাইর বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত: