ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

গ্যাসের দোকানে অগ্নিকান্ড! জনতার রোষানলে দমকল বাহিনী

৩মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁওতে দমকল বাহিনী অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে এসে জনতার রোষানলে পড়ে। বিক্ষুদ্ধ জনতা গাড়ীটিকে ধাওয়া করতে থাকে। এর আগে অবশ্য অগ্নি নিয়ন্ত্রণে চলে আসে। স্থানীয় বঙ্কিম বাজারে ১৪ জুন সন্ধ্যায় অগ্নিকান্ড চলাকালে উত্তেজিত জনতা এ ঘটনা ঘটায়। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও বঙ্কিম বাজারের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে মঙ্গলবার সন্ধ্যায় আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এর দুদিন আগে থেকে ঐ দোকানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ছিল। দোকানটির মালিক মরহুম আনুমিয়া সিকদারের পুত্র হুমায়ুন কবির। এর কর্মচারী শফিক ওরফে কুতুব মোমবাতি জ্বালিয়ে তেল বেচাকেনা করছিল। এসময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ঐ দোকান থেকে পরপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। অন্যদিকে দোকানে অবস্থিত তেলের ড্রামে আগুন লাগলে মূহুর্তে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় প্রাণ বাঁচাতে কর্মচারী সামনে লাফ দেয়। তবে এর আগে তার শরীরের বিভিন্ন অংশে আগুন লাগে। চতুর্দিক থেকে স্থানীয় লোকজন এসে দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঈদগাঁও পুলিশের টু-আইসি এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান। চকরিয়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছুলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করতে থাকে। বিগত নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলমগীর তাজ জনির নেতৃত্বে বিক্ষুদ্ধ জনতা শান্ত হন। এর পর ঈদগাঁওর নবনির্বাচিত চেয়ারম্যান ছৈয়দ আলম অকূস্থলে পৌঁছেন। পুলিশ প্রহরায় ফায়ার সার্ভিসের গাড়ীটি চকরিয়া ফেরত যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অগ্নিকান্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে এ ঘটনার পর ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবীটি আরো জোরদার হয়। স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসের দাবীতে শ্লোগানে মুখরিত করে তোলে ঘটনাস্থল।

পাঠকের মতামত: